মনের অজান্তে
অবরে সবরে তোমার কথা
জেগে ওঠে বুদবুূদের মত ,
হারিয়ে খুঁজি অন্ধকারে
স্মৃতির অন্ধকার দুয়ারে।
রক্ত নেশা চাপে মাথায়
দেখার ঔৎসুকে
নিমিষে হারিয়ে যায় সে তৃষ্ণা
অন্যের ঘরণী ভেবে।
ছটফটানি করে করে
ঘুম আসে সন্তরপে ,
স্বপ্নে ঘুরে স্মৃতির রাজ্যে
ঘুম ভেঙ্গে- স্থির দৃষ্টিতে ভাবি
যা গেছে তা চিরদিনের জন্যই গেছে।
তারপরও ডলু ডলু চোখে
সাঁতরিয়ে বেড়ায় স্মৃতির পাতায়
এখনো  হারিয়ে  খুঁজি