ঝড়ো হাওয়া
তুমি কি খবর রাখো আমার প্রিয়তমার??
তোমার চোখের সামনেই তো
কার্জন হলে আমাদের ছোটাছুটি।
ঝড়ো হাওয়া
তুমি কি খবর জানো আমার প্রিয়তমার??
যে কি না হারিয়ে বৃষ্টিস্নাত মেঘলা দিনে।
ঝড়ো হাওয়া
তুমি তো সাক্ষী
তোমার এলোমেলো করা চুল
ঠিক করে দিতাম পরম ভালোবাসায়।
ঝড়ো হাওয়া
তুমি কি তার খবর রাখো??
যে বৃষ্টিতে ভিজবে বলে
আমার হাত ধরে হাঁটত
কার্জনের পুকুর পাড়ে।
ঝড়ো হাওয়া
তোমার আমার বন্ধুত্ব রয়েছে ঠিকই
কিন্তু তার দেখা নাই বছর পাঁচেক।
ঝড়ো হাওয়া
তুমি কি শোনোনি ?
কত আশা কত স্বপ্ন -
নিযুত কোটি প্রতিশ্রুতি, ভালোবাসা
ঘুরে বেড়াত আমাদের সাথে।
ঝড়ো হাওয়া
নিমিষে সবই শেষ বজ্রপাতের দহনে।
ঝড়ো হাওয়া
তোমার বন্ধুর খবর কি জানো??
শুনেছি থাকে এই শহরে -
আমার থেকে বড়জোর মাইল দুয়েক
তারপরও দেখা হয় না কালে ভদ্রে।
ঝড়ো হাওয়া
দেবে কী খবর??
এখনো যে মনে পরে তারে গোধূলি বেলা !!!!!