সত্য হয় নাকো সহজে পরাজয়
শত ঝঞ্ঝার মধ্যেও টিকে রয়
শত বছরের সাধনায়
নিজ থেকে সুপ্ত হয়।
মিথ্যে সহজেই প্রচার পায়
তাই সব চোরই সেলিব্রেটি হয়।
মিথ্যা সহজ ,সত্য কঠিন
কেউ না চায় মেনে নিতে সত্যটারে।
মিথ্যা ঠুনকো -
সহজেই পড়ে ভেঙ্গে,
সত্য ইস্পাত -
হয় না কভু কুপোকাত।
সত্য ভালোবাসো
কণ্টক ফুলের মত
কাঁটার  আঘাত সহ্য করে
উপভোগ করো নিষ্পাপ সুঘ্রাণ।
মিথ্যা হলো কাগজের ফুল
নাই ঘ্রাণ আাছে শুধু কৃত্রিমতা।
মিথ্যা হলো ক্ষণিকের ভালোবাসা
সময় গড়ালেই শেষ,
সত্য হল অমর ভালোবাসা
যা সাধনা ছাড়া  সম্ভব নয়।
সত্য রেখেছে পরকাল
মিথ্যা বানিয়েছে  ইহকাল।
নদী যেমন সাগরে মিলে
মিথ্যা মিলে যায় সত্যে।
সত্যকে  আমি ভালোবাসি
তাই থাকি কষ্টে কিন্তু আত্মতৃপ্তিতে,
মিথ্যার উল্লাস বেশি দিন নয়
অল্পতেই  দুঃখ হাজির হয়।
সত্য মোরে করেছে তুষ্ট
দিন শেষে মিথ্যা রুষ্ট ।।।