ভিসি সাহেব সৎ মানুষ
করেন না কোনো দুর্নীতি,
স্বজন প্রীতির উর্ধ্বে উঠে
প্রচার করেন সৎনীতি।
ভিসি সাহেবের স্ত্রী
সোনায় সোহাগা
তার স্বামী-
বিশ্ববিদ্যালয়ের ভিসি
লাবণ্য তার চেহারা
চাকরি দিতে বিশ্ববিদ্যালয়ে
করেন না কোনো পরোয়া।
ভিসি সাহেবের ছেলে
সে তো লাখে একটা
পদ্ম ফুলের মত শুভ্র মন
অনুগামীদের কখনো দেন না কষ্ট
চাকরি দিয়ে সাহায্য করেন
নিজের বাবার বিশ্ববিদ্যালয়ে।
        সাবধান!
ভিসি সাহেব সৎ মানুষ
ছবক দেন সৎনীতি।
নিজের এলাকার ছেলেদের দেন চাকরি
করেন না কোনো দুর্নীতি।
ভিসি সাহেব সৎ মানুষ
  আহমদ ছফার গাভী বৃত্তান্ত
  পুনরায় করেন ব্যক্ত।
  দেশ সেরা বিশ্ববিদ্যালয়
  দেশ সেরা ভিসি
  অভিনয়েও সেরা তিনি -
দুর্নীতি করেও
ছবক দেন সৎ নীতি।
     সাবধান!
ভিসি সাহেব সৎ মানুষ
করেন না কোনো দুর্নীতি,
স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে
প্রচার করেন সৎনীতি।
দশ টাকার চা ছমুচা
পেয়ে গেল খ্যাতি
এ ছাড়া তেমন অবদান
পড়ে না দু চক্ষে।
    সাবধান!
ভিসি  সাহেব সৎ মানুষ
ছবক দেন সৎনীতি।