যুদ্ধের লেলিহান শিখা কেড়ে নেয়
মূ্ল্যবোধ -প্রেম -প্রীতি -ভালোবাসা  
এনে দেয় রক্ত, হিংসা, লোভ- লালসা।
চারদিকে শোনা যায় গগনবিদারী চিৎকার
চারদিকে বিভৎস মৃত্যু - বিচ্ছেদের হাহাকার।
ফুঁপিয়ে  কাঁদছে বাতাস
অধিক শোকে পাথর আকাশ।
কত স্বপ্নের হল সলীল সমাধি
নিমিষেই  ফুলের বাগান হল মরুভূমি
কত শত সম্পর্ক হয়ে গেল ছিন্ন
হবে না আর দেখা হবে নাকো কথা
হারিয়ে গেল মহাকালে জীবনের তরে
স্বামীর প্রতীক্ষায় ক্ষণ গনা নারী
হবে নাকো তার প্রতীক্ষার অবসান
বাবার স্নেহ হারাল কত সন্তান
কত মায়ের বুক হল খালি
যুদ্ধের লেলিহান শিখা বন্ধ হয় না কভু
সুপ্ত থাকে সদা হিংসা বিদ্বেষ আর শোষণে ।