আলো আঁধারের অদ্ভুত খেলায়
হারিয়ে গেছ তুমি।
সূর্য ডুবতে না  ডুবতেই
চন্দ্র এসে উপস্থিত।  
আলো আঁধারের অদ্ভুত খেলায়
হারিয়ে গেছ তুমি।
দিন ফুরাতে না ফুরাতেই
রাত্রি এসে উপস্থিত
আলো আঁধারের অদ্ভুত খেলায়
হারিয়ে গেছ তুমি।
জোৎস্না শেষ হতে না হতেই
ঘোর অনানিশা  এসে উপস্থিত
আলো আঁধারের  অদ্ভুত  খেলায়
হারিয়ে গেছ তুমি।
সফলতার মুখ দেখতে দেখতেই
ব্যর্থতার  অধ্যায় শুরু
আলো আঁধারের  অদ্ভুত  খেলায়
হারিয়ে গেছ তুমি।
ঝলমলে রোদ শেষ হতে না হতেই
ঈষাণ কোনে খন্ডপ্রলয় মেঘ
আলো আঁধারের  অদ্ভুত  খেলায়
হারিয়ে গেছ তুমি।
বৃষ্টি শেষ  হতে না হতেই
প্রচন্ড  তাপের তান্ডব নৃত্য
আলো আঁধারের অদ্ভুত খেলায়
হারিয়ে গেছ তুমি।
উৎসব আমেজ  শেষ হতে না হতেই
লাশের ক্রন্দন শুরু
আলো আঁধারের অদ্ভুত  খেলায়
হারিয়ে গেছ তুমি
বাসর হতে না হতেই
বেজে উঠেছে বিচ্ছেদের করুণ সুর
আলো আঁধারের অদ্ভুত খেলায়
হারিয়ে গেছ তুমি
সৌন্দর্যের পবিত্রতা শেষ হতে না হতেই
পঙ্কিলতার ছড়াছড়ি
আলো আঁধারের অদ্ভুত  খেলায়
হারিয়ে গেছ তুমি
তোমার বিবাহ হতে না হতেই
চাকরি পেয়ে গেছি আমি
আলো আঁধারের  খেলায়
হারিয়ে গেছ তুমি অনেক আগেই।