দক্ষিনের সমীরণে দলা দেয় এই মনে
বয়ে যায় ধীরে ধীরে কাহার তরে?
এমন মধুরে ক্ষণে বারে বারে পরে মনে
শুধু যে তারে।
চাদের রুপালি এল এখন লাগেনা ভালো
সাদা মুখ করে কালো, বসে আছি নদীর ধারে।
জোনাকির জ্বলা নেভা, সারাক্ষণ তাকে ভাবা
ভাববার আছে কিবা এমন করে?
নদীরও নিরবতা, হৃদয়ের আকুলতা
জাগে স্মৃতির পাতা ক্ষনিকের তরে.
এমন মধুরে ক্ষণে বারে বারে পরে মনে
শুধু যে তারে।