মেহেদী আঁকা হাত দুটি তার
লাউ ডগার ন্যায় দোলে।
কালোর চেয়ে বেশি কালো
তাহার মাথার চুলে।
হরিনচোখা চোখ দুটি তার
মায়ার পরশ মাখা।
কাজল কালো ভ্রূযুগল তার
ললাট দেশেতে আঁকা।
এক ফালি চাদ হেসে ওঠে
তার দুটি বাকা ঠোটে।
পা দুখানি স্বর্ণলতা,
শিশিরভেজা কোমলতা।
হাসিতে তার মুক্ত ঝরে
বৃষ্টি ঝরে কাদলে।
ধন্য আমি হব জানি
তাকে ভালোবাসলে।
স্বপ্নে আসে, স্বপ্নে যায়
মন হয়ে যায় হন্যে।
তবু আমি আশায় থাকি
স্বপ্নমতির জন্যে।