তুমি বৃষ্টি ভালোবাসো
ভালবাস খোলা আকাশ
আর আমি তোমায় ভালোবাসি
ভালোবাসি তোমার খোপায় কৃষ্ণচুড়া ফুল
ভালোবাসি তোমার গলায় মালা সমেত বকুল ।

আনমনা হয়ে তাকিয়ে থাকো তুমি
দূরে বহুদূরে, মরীচিকার খোঁজে ।
আমি রোজ দেখি তোমায়
স্বপ্ন ঘুমে, কখনও কল্পনায় ।
তোমার একলা একা বসে থাকা
কৃষ্ণচুড়ার ছায়ায় ।