ভীষণ রকম স্বার্থপরের মতো
সকল পিছুটান পাশ কাটিয়ে
হুট করে নিখোঁজ সংবাদে
খুব একা হবো যেদিন -
তোমার পোঁড়া মাটির দেয়ালে
বন্দি থাকা আমার কবিতারা
মুক্তি পাবে সেদিন ।
মুক্তি পাবে একটি রোমাঞ্চকর
ছোট গল্প; যার শেষ পরিণতি
হয় প্রিয় গন্ধরাজের মতো ।