বিশ্বাস করো প্রিয়তমা,
আমি অনুভূতি শুন্য নই ।
আবেগ-অনুরাগ আমাকেও পায়
অন্য সবার মতো । ইচ্ছে করে
ফুল দিই তোমার খোঁপায় ।
এক সাথে হাঁটি, বৃষ্টিতে ভিজি
তারপর এক কাপ চা
দুজনে ভাগাভাগি করি ।
এসব আমাকেও পোঁড়ায় ।



মোবারাক
---------
২০২২