পাখি হয়ে উড়ে যাওয়ার আগে
তোমার দরজা অবধি গিয়েও
ফিরে এলাম
আবার আসবো কিনা জানিনা
তবে নালিশগুলো বন্ধ দরজার বাইরে
জমা রাখলাম


আমার ওড়বার দিনে
কোনো পিছুটান, অভিযোগ রাখতে চাইনি বলে
তোমার মাখানো ছাতিমের গন্ধটুক
তোমার বাগানে ছড়িয়ে দিলাম
এখন শুধু মেঘ আর আকাশের নীল
এখন শুধু বৃষ্টি আর বাদল দিন
এখন আমার ও কিছু রোদ্দুর হোলো
তাই সাহসী তেজ ও তাপের দৃষ্টি


পাখি হয়ে উড়ে যাওয়ার আগে
আমার গল্পগুলো উড়িয়ে দিলাম
আবার লিখবো কিনা জানিনা
তবে চরিত্রগুলি কে মুক্তি দিলাম।