সেই জন্মেছি আর তারপর
পায়ে পায়ে  বছর ,নদী , পাহাড়।
চোখে চোখে ঘুম , আলো, রং
মন থেকে গলি
ছুঁয়ে গেছে মাঝে,
অবনী, শুভঙ্কর।
পেয়েছি কখনো অন্য অন্য নাম
প্রজাপতি বুকে লিখে এসেছি
কোকুন-বেলার ঘাম।
এক পা রেখেছি সমাজের বুকে
এক পা চিতার উপর
আগুন পেলেই ঝাঁপ দিয়ে পড়ি
আগুন বুকের ঘর।
আগুনে আগুনে দাবদাহ হয়
নারীবেলা যায় পুড়ে
আগুনের শেষে তাপ রয়ে যায়
বসন্ত বেলা জুড়ে।
খবরের পর খবর পড়েছি
পত্রিকা কত জমে,
খবর দেখেছি তৈরীও হয়
অতি সস্তার দামে ।
মানুষের পর মানুষ মেপেছি
মানুষের কথা জেনে
মানুষের বুক পাথর হয়েছে
আমানুষেরাও জানে।
একটা জীবন বৃষ্টিবিন্দু
একটা মেঘের মতো
একটা পুরো জীবনানন্দ
একটা চটুল ছন্দ।
একটা জন্ম পার হয়ে যাই
মনের ভিতর ভার
মরুভূমিতে পেলাম না আর
কবির সংসার।