দেখ না আমায় আমার মতন-
শুকনো পাতা ঝড়া'র মতন,
গোমড়া মুখের গোমড়ামিতে-
আড়াল করি হৃদয় জ্বালা-ছুটছি আমি হেতা-হোতা
ছুটছি আমি ভীষণ বেগে-আলোর বেগে-
সৌরজগৎ,তাও ছাড়িয়ে!
দমকা হওয়া এই বয়ে যায়-সুর তুলে যায়,
শিল্পী আমি যায় কি বলা?!
আমায় আমি হারিয়ে ফেলি- ভিড়ের মাঝে
ভিন্ন নই-ভিন্ন নই,আমার আমি হয়ত তুমি!
একটু ক্ষ্যাপা-তাতেই কী বা!
আমার আমি সরল-সোজা
খুঁজে দেখো মিলিয়ে দেখো-
আমার মতন করেই দেখ,
আমার আমি হয়ত তুমিই!