বারুদ পোড়া গন্ধ
কোথা হতে ভেসে আসে রে?!
ঐ পশ্চিমে ডামাডোল বাজে রে।
বাতাসে, মরা-মাংস গন্ধ কোথা হতে ভেসে আসে রে?!
ভীরু দুর্বল মুসলিম আজ মরে দেখ চাহিরে।
দিক ভোলা যত মুসলিম তোরা-
এই নাম আজ না' সাঁজে রে।
শোন আজ ডামাডোল বাজে রে!


ওরে! মুসলিম তুই মুসলিম
পৃথ্বী তোর শিকল-শালা
মুক্তি তব মরণে-যদি হয় সমরে।
ওরে! আজ তব আর পালাসনে
দিক ভোলা পথে হাঁটিস্‌নে!
ঘরে বসেও রক্ষা নাই রে
ওরে ভীরু!
মুক্তির পথ সমরে।
প্রাশ্চের সব সমর শক্তি
ঘার মটকাবে বলে ধাহিছে!
ওরে ভীরু!
মুক্তির পথ সমরে।
কতকাল আর সইবি জ্বালা?!
দাসত্ব- ভয় বন্দীশালা?
নাঁও এর বাদাম ছেড়েই দেনা...
তুফান ভেঙ্গে এগিয়েই জানা...
তব তোর মরনে?
ওরে, শত সৌরভ ছড়াবে!