বুকের মাঝে দিবা-রাত্রি হুহু জ্বালা জ্বলে,

উচ্ছাসিত নিঃশ্বাস যত বদ্ধ পাঁজরে।

সায়াহ্নের আকাশতল আলোহীন নির্বাক-

অস্পৃস্য দূর ,যোযন দূর আরো বহুদূর নিলীমায়!

এক-ফালি চাঁদ,মায়া ছড়ায়।