কান্ডারী তব বাহিবে না আর নাও,
এ নাও ভিরবে না তব তীরে-
এ নাও করেছে যাত্রা সুদূর অস্তপারে।
যে নাও ডোবার সে নাও ডুবুক -
তব কান্ডারী আজ মন উদাসী
পথিক বেসে যাবে হেটে
না কেউ চিনিবে-জানিবে বুঝিবে!
কান্ডারী আজ মন উদাসী,
এ নাও ভিরবে না আর তীরে।
অস্তপারে নামলো সূর্য
কান্ডারী আজ ক্ষীণ - শান্ত,
পৃথিবীতে করে নিভু-নিভু আলো
কান্ডারী আজ সংখ্যালঘু।
এক কান্ডারী উদাস বেসে-
সেই যে গেলো আর ফিরলোনা-ফিরবে না।
সে আজ পরিশ্রান্ত -
এ পাড়ে আর নাইবা এলে
এ পাড়ে সব আবর্জনা
দুষ্ট শয়তান,নোংরা ময়লা!
কান্ডারী ছিলো পথিক মশাল
আজো যোজন দূরের সন্ধ্যা তারা'য়
শত পথহারা তায় দেখে পথ খুঁজে পায়।
আলো জ্বালানীয়া কান্ডারী -
কোনো বেদনায় কী আজ উদ্বেগীয়া ওঠে?!
শান্ত তব কান্ডারী শান্ত।
কোনো গুরুভার আজ আর নেই কান্ডারী।
কান্ডারী আজ তব চিরনিস্তব্ধ
বিজন ঘরে একাকী নিভৃতে।
আগলে রাখুন প্রভু আমার-
সে ছিলো কান্ডারী।