আহা কত আশা নিয়ে বাঁচে তারা!
তাদের বেঁচে থাকার জন্য মরতে হয় বারবার।
হারাতে হয় শৈশব-যৌবন,
ফিরে ফিরে তাকায় আর ভুগে শূণ্যতায়।
তাও তারা সামনে চলে, দাঁড়াতে যে ভয় পায়।
তাদের পরিচয় কি? কিবা তাদের অবস্থান?
কোন পথে ছুটছে জানাটা বড় খামখেয়ালীপনা,
আহা কত আশা নিয়ে বাঁচে তারা!
তারা দিবা স্বপ্নের ন্যায় আশায় অন্ধ
ধ্বংস হচ্ছে সমাজ , প্রকৃতি তবু তাদের মুখ বন্ধ।
তারা আশায় ভাসে বাতাসে, বাড়ে শ্বাসকষ্ট,
ধীরে ধীরে তাদের হাতেই সব নষ্ট।
তবুও তারা আশাবাদী ,
ধ্বংস করে পেতে চায় নতুন পৃথিবী।
হায় আপসোস তারা নশ্বর, জগৎ অবিনশ্বর।