দেবদাস
আমার মনের কাব্যে তোমারই কবিতা ,
আমি দেবদাস তুমি প্রাচ্যের চারুলতা,
কত না বলা কথা হচ্ছে প্রকাশ,
তোমার আমার প্রেমের এই কেমন অবকাশ!
নীল আকাশে মেঘের ☁ যেমন বিলাসিতা,
তোমার আমার মিলন তেমনি বিচ্ছেদের বিষন্নতা ,
জানি না এত করে, কেন ইচ্ছা করছে,
বুক ভাসিয়ে কেঁদে তোমায় ডাকতে,
শত কষ্ট বুকে নিয়ে, ঐ ক্যাম্পাসের পার্কে,
পাশের বেঞ্চিতে তোমার কোলে মাথা রাখতে,
পারি নেই যে বলতে মনের কথা আমার,
তুমি ছিলে যে আমার মনের ক্যানভাসে লুকিয়ে,
হৃদয় আজ হেসে এসে বলে “তোমায় আজ ভালোবেসে
অপূর্নতায় রয়ে গেল কাব্যের শেষে। ”
…………………………………..
…………………………………..


💔💔💔💔💔💔💔
~দেবদাস(ইমতি)


উৎসর্গঃ স্কুল লাইফের প্রথম প্রেম