এই যে বিদ্যুৎ চমকাচ্ছে,
প্রকৃতি বড় বেসামাল লাগছে
সবকিছুর উপমা কী প্রিয়তমা তোমার সাথে যায়?
এই অবেলার বর্ষার হাওয়ায় মাতাল হয়ে
তোমার  কুঞ্জে যে সুভাস ছড়াচ্ছে,
তা কী ডায়েরি  কোণায় টুকি করে রাখা কবিতা গুলোর ঘ্রাণ নয়?
এই যে রজনীগন্ধার সুভাসে কিংবা লাল গোলাপের মুগ্ধতায়,
তুমি তুলোর মতো, রং তুলির মতো হেসে বেড়াচ্ছ
তা কী শোভা পায় এই বিচ্ছিরি পৃথিবীতে?