আমি বাংলা ভাষী,
আমি  গর্বিত,
রক্তাক্ত লাল রঙ তোমায় শোভা পায়,
তুমি বঙ্গবন্ধুর কন্ঠে  উচ্চারিত বাণী,
তুমি ক্ষুদি রামের ফাঁসির দড়ি,
তুমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি,
তুমিই কাজীর কবিতার  বুলি,
তুমি ঐ মায়ের চোখের জল,
তুমি ঐ বোনের রাখি এর দড়ি,
তুমি জব্বার,রফিক এর  বুকের ভিতর ছিদ্র করা সেই বুলেট,
তুমি কেড়েছ শত প্রাণ,
তোমারই তরে গুলশানের সেই রাস্তাটা রক্তে করেছে স্নান ,
সেদিন তুমি হয়েছিলে খবরের হেড নিউজ,
তুমি বাহান্ন, তুমি রক্তে লেখা ২,১
তুমি সবার স্মৃতিতে লাল ফেব্রুয়ারি,
আমি তোমায় নিয়ে গর্ব বারবার করি,
তাই আমি বাংলা ভাষী বলে বারবার তোমাই প্রনাম করি,
তাই আমি বাংলা ভাষী বলে বারবার তোমাই প্রনাম করি.........