আমারও ইচ্ছা করে রক্ত দিয়ে খেলতে,
তাঁজা প্রান কেড়ে নিতে, দমিয়ে দিতে স্বপ্ন গুলুকে-
ধ্বংস করে দিতে আশা গুলুকে ,
আমারও ইচ্ছা করে কাল গ্লাসের পাজেরোর ভিতর শীতল হাওয়ায় গা এলিয়ে চোখ বন্ধ করে দিতে ,
চলার সড়কটা কোলাহল মুক্ত করে শাঁ শাঁ করে উড়ে যেতে ।
বৃত্য শ্রেনীরা দাঁড়িয়ে থাকবে করজোড়ে ,
বলি ব্যস্ততা যা দূরে ,
আমারও ইচ্ছা করে প্লেইনে করে উড়তে দেশে বিদেশে ,
যেতে আকাশের শেষে ।
পত্রিকার হেডলাইনে দেখতে নিজের হাসিমাখা ছবি ,
আমায় নিয়ে লিখবে কবি ।
আমারও ইচ্ছা করে চিকিৎসা নিতে মাউন্টেলিজাবেথে অথবা নিউইয়র্ক  এর কোনো আধুনিক হাসপাতালে,
রাজনীতি থেকে দূরে থাকবে আমার ছেলে ।
আমার বক্তৃতা শুনবে মন দিয়ে  জনগণ ,
নষ্ট দেশ  থেকে দূরে থাকবে আমার সন্তান ।
আমারও ইচ্ছা করে কাঁড়ি কাঁড়ি টাকা করে বানাই ব্যাংক ব্যালেন্স অট্টালিকা,
কলাপশিকল গেঁটে দাঁড়িয়ে সালাম দিবে ৭০ বছরের বুড়ো ,
পদ্মার ইলিশ খেতে, নেতৃত্রের চুড়ায় যেতে
আমারও ইচ্ছা করে, প্রতিরাতে শয্যা সঙ্গী হউক কোনো সুন্দরী সতি,
সত্য সাংবাদিকের কন্ঠ রোধ করে দিতে,
ইচ্ছে করে গালিচায় বসে বিদেশী মদ খেতে ।