আমি তো জীবনানন্দ হতে চাই নি
আমি হতে চেয়েছি নির্জন দুপুরে ,
তোমার যত্নে বেড়ে উঠা সবুজ ঝরা পাতা
যে কিনা উড়তে পারে,ঘুরতে পারে !
তোমায় নিয়ে ছুটতে পারে দিগ্বিদিক,
আবার তোমার গালে আলতো ছুঁয়ে
বলতে পারে ভালবাসি মেয়ে।


আমি তো হতে চাইনি ,
তোমার নদীর মাতাল স্রোত ,
আমি হতে চাই শান্ত মোহনা!
যে কিনা অতল ঢেউয়ে ভাসতে পারে,
তোমায় নিয়ে ডুবতে পারে
আবার  ভরা শ্রাবণে
হতে পারে তোমার অস্তিত্বে বিলীন!


আমি তো হতে চাইনি
মাছরাঙ্গা কিংবা রাজহঁংস,
আমি হতে চেয়েছি শরতের কাঁশ
যে কিনা হতে পারে বিলীন স্বপ্ন অভিমান
কিংবা তোমার দুঃখের  আস্ফালন!


আমি তো হতে চাইনি
আকাশের সপ্ত রং ,
আমি হতে চাই শরতের স্তব্ধতা,
যে কিনা হতে পারে
তোর চোখের বিস্ময় থেকে প্রতিটি আঙুলের  অসুখ
কিংবা অকস্মাৎ বাজিয়ে উঠা জ্যোৎস্নার চাঁদ!
অথবা তোমার সুখের আর্তনাদ!