আমি তো বলিনি ভালোবাসতেই হবে ,আমি বলি
উপেক্ষার সুরে অবহেলা করো!
আমি তো বলিনি ভালোবাসতেই হবে, আমি বলি
তুমি বরং  একুবিংশ শতকের নারী হও।
                আমি জানি
একুবিংশ শতক নারীকে দিয়েছে মুক্তির অনির্বাণ ।
সেখানে আমি অর্বাচীনের মত বলবো না তোমায়,
আসন পেতে অন্ন বেড়ে পাখা হাতে বঙ্গ নারী হতে।


আমি বলিনি ভালোবাসতে হবে, আমি বলি
মনের জানালার  ঠিক অপর কোণে আমায় রেখো ।
তুমি আমার আরাধ্য দেবী হইও
অর্ঘ্য থালা হাতে নিতান্তই আমার পূজাটুকু নিও।


আমি বলিনি তোমায় বঙ্গ ললনা হতে!
আমি বলি তুমি বরং
ইউরোপ জয়ী শরৎ বাবুর ‘সাধারণ মেয়ে’ হও।


আমি তো বলিনি ভালোবাসতে হবে, আমি বলি
তুমি শুভ্র সকালের শশী হইও
শ্রাবণ ভরা অনুরাগে আমায় ভিজিয়ে দিও
আর ক্লান্ত যামিনীর শেষ প্রহরে বলো-
তোমার চোখে এত জল কেন?


আমি তো বলিনি ভালোবাসতেই হবে, আমি বলি
তুমি বরং মুক্ত বিহঙ্গ হও, মুক্ত বিহঙ্গ
উড়তে উড়তে সুদূর মেঘ
মেঘ থেকে হিমালয় কে অতিক্রম করো।
আর যদি পথপানে ক্লান্তির ঢেউ আসে,
ফিরে এসো,ফিরে এসো,কথা দিচ্ছি !
বুক পেতে দেবো।