আমার অনেক কথা বলবার ছিল
তবে , সবার আগে আমি আমার প্রিয়ার কথা বলবো!
আমার একজন মানুষ ছিল!
পরিচয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে !
সে আমাকে ইন্দো বলে ডাকতো !
বড় মধুর শুনতে তার কন্ঠে।
তার কাছেই আমার ভালবাসার হাতে খড়ি।
কারণে অকারণে সে আমার পুরো পৃথিবী জুড়ে ছিল!
তাকে ভূলে যাওয়া আমার অকারণ বৃথা পন্ডশ্রম!
জানি না, কোন ভূলে কোন অপরাধে সে অন্যের হল
যেটা আমি পারিনি মেনে নিতে।
জীবনে প্রথম বার আমার সমস্ত সংকোচ দ্বিধা দ্বন্দ্ব অভিমান ভূলে তাকে ফেরাবার চেষ্টা করেছি।
জানি সে ,আমার থেকে বহু দুরে চলে গেছে ।
আমার সকল প্রচেষ্টা বৃথা হল।
আগে যে প্রতিদিন কথা না বলে থাকতো না
সে এখন আমায় ভালবাসে না!
এটা জেনে আমার পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছা করে।
সাধ্য থাকলে হয়তো বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে নিতাম।
পরিহাস একটাই কেন সে ২৬ই ডিসেম্বর  ভালবাসার প্রলোভন দেখালো ।
আমি তো চাইনি এমনটা আর সেই তো ফিরে এলি কেন  চলে গেলি?
আর  ভাল যদি নাই ভাল বাসবি?কেনই বা ভালবাসা শেখালি?
যদি উত্তর পেতুম তবে হয়তো হাসি মুখে মেনে নিয়ে বিদায় দিতাম।
                   হে খোলা আকাশ
আমি  মন থেকেই চাই সে যেন সুখে থাকে।
                 আলবিদা মেরে প্রিয়া।


                                ইতি ইন্দো!