তুমি এলে ,
কাল বৈশাখী ও এলো,
তারপর সব শান্ত!
বসে রইলাম তুমি আমি ।
প্রকৃতির পরে ,।
এভাবেই কেটে যাবে আমাদের বহু কাল, বহু বছর।
কোন একদিন তুমি হয়তো  ছেড়ে যাবে।
আমি পরে থাকবো কালবৈশাখীর ঝড়ে।
তারপর কেটে যাবে সহস্র বছর,সহস্র যুগ
তুমি আর আমি একা একা ।
কোন একদিন ঝড় থেমে যাবে!
প্রকৃতি আবার শান্ত হবে ।


শুধু তুমি ………?