ছোটবেলার সঙ্গী ছিলে,
তুমি ছাড়া ছিলো না কেউ
আমার হৃদয় জুড়ে,
ছিলো তোমার সুন্দর বাগান,
সকালে ঘুম ভাঙতো
তোমার মধুর সৌরভে,
সারা দিন কাটতো তোমার সাথে,
সন্ধের সময় তুমি ঘুমিয়ে পরতে
আমি থাকতাম ভোরের আশাই,
ভালোই তো কেটেছিলও
চার দশক,
ভেবে ছিলাম জীবনের
শেষ শ্বাস অবধি তোমার ঘ্রাণ নেবো
সে আর হলও না,
সময় আর সময় দিলো না্‌,
অনেক জল দিলাম অনেক মাটি,
পারলাম না বাঁচাতে তোমার জীবন
আমার জীবন মাঝে,
অনেক কাঁটার যন্ত্রণা সহ্য করলাম,
আর পারলাম না
সহ্য করতে চোখের জল,
মনের মন ভোলানো না শুনে
আজ জোড় করে
তোমাই উপড়িয়ে ফেললাম,
জীবনটা শূন্য হয়ে গেলো,
হইত ভুল করলাম,
হইত ঠিক,
সময় দেবে এর উত্তর সঠিক।।