একদিন
স্কুল ফেরার পথে,
একটা ছোট্ট পাখির,
প্রেমে পড়েছিলাম,


সেদিন থেকেই থাকত
বন্ধি খাঁচাই বন্ধি হয়ে,
ঐ গণ্ডি ছিল তার পৃথিবী
তবে আনন্দেই থাকত,


হঠাৎ একদিন মা বলল,
বড় হয়ে যা করবার কর
বাঁধা নেই মোর,
তবে এই গ্রামের গণ্ডীর বাহিরে নয়,


চুরমার হয়ে গেলো উড়োজাহাজের স্বপন,
বন্ধি পাখিটার কথা মনে পড়ল,
এতো দিন ছিলাম এক সাথে,
কোনও দিনও বুঝিনি তার মনের ব্যথা,


আজ নিজের হাতে
খাঁচার দরজাটা খুলে দিলাম,
অদ্ভুত, দরজার কাছে ও এলো না সে,
যোর করে উড়িয়ে দিলাম নীল আকাশের মাঝে,


উড়তেও ভুলে  গেছিল,
একটু উড়ে
আবার আমার কাছেই
ফিরে এলো,


একবার
ঐ খাঁচার দিকে তাকাল,
তারপর উড়ে গেলো,
আর ফিরে এলো না,


মনটা ভারি, কে যেনও স্পর্শ করলো,
পেছন ফিরে দেখি, হাসি মুখে মা,
খোকা আজ বড় বড় হয়ে গেলি,
তোর গণ্ডি বলে কিছু থাকল না,


উড়ে যা তোর স্বপ্নের সাথে,
তবে মানুষের ধর্ম যাস না ভুলে ,
মা এর কোলে আসিস ফিরে,
যাবার বেলায় থাকিস পাশে।।