কত সংবাদ বহন করে নিয়ে যাও তুমি দেশ দেশান্তরে,
হাজার হাজার মাইল পারি দাও বিনা ক্লান্তিতে,
ভালোই আছ তুমি দেখে মাঝে মাঝে হিংসা হয় আমার,
কত দূর দূরান্তে পারি দাও, রেল গারিতে চড়ে, বিমানে চড়ে,
কত সুখেই না আছো তুমি, কত দেশ দেখছ লোকের পীঠে চড়ে,
নির্দিষ্ট জায়গায় যখন পৌঁছে জাও কত আনন্দ তোমাকে নিয়ে,
সত্যি তুমি এক নিষ্কাম কর্মের প্রতীক দাঁড়িয়েছ হয়ে,
কত আনন্দের খবর নিয়ে আসো তুমি মাঝে মাঝে,
মাঝে মাঝে এমন বেদনার খবর বহন কর হৃদয় ফেটে যায় শোকে,
কত অন্নর সংস্থান তুমি দাও করে,
কত প্রাণ কে জুরিয়ে দাও এক করে সংসারের বন্ধনে,
ক্ষিপ্ত হয়ে আবার ধরিয়ে দাও আগুন কত সুখের সংসারে,
বিচিত্র তুমি, বিচিত্র তোমার কাজ, তোমার চরিত্র বুঝা ভারি কঠিন হয়ে উঠেছে,
তবে তোমার কাছে ঋণী আমরা সকলেতে,
তুমি রও আমাদের মাঝে চিরকাল ধরে অমরত্ব লাভ করে,
তুমি আছ বলে মিলন আছে এখনও মানুষে মানুষে।