সবই সম্ভব যদি প্রস্তুত হও,
অসংখ্য প্রাণের বলি
লহু বন্যায় রাঙাইত মৃত্তিকা,
তবে আজ উচ্চশিরে অভয়ে সকলে,
প্রাণ দিয়ে তোমাদের করেছে যারা স্বাধীন,
তাদের কথা চিন্তা করে
একটু শৃঙ্খলা, একটু স্রদ্ধা, একটু সহানুভূতি,
পারবে না বজায় রাখতে?
মনটাকে শৃঙ্খলিত করে,
বন্ধী কর কলুষিত চিন্তা সকলে,
মানব প্রেমে প্লাবিত করে,
রূপান্তরিত কর মানব ভূমিকে দেব ভূমিতে।।