চশমার ফ্রেমটা অমনি আছে
যেমনটি তুমি রেখে গেছিলে,
চেয়ার এ ঘামের ছাপটা,
দেওয়াল এ মাথার ছাপটা,
আজও অমনি আছে
যেমনটি তুমি রেখে গেছিলে,
চটি জোরার চামড়াটা শুকিয়ে গেছে
তবে আজও শেষ ধুলকনা লেগে আছে,
লাঠিটা একটু বেঁকে গেছে,
তবে আজও শব্দ শোনা যায়,
ছাতার কাপড়ে আজও পাই সেই বৃষ্টির ঘ্রাণ,
পেনের কালিটা শুকিয়ে গেছে
তবুও শুনতে পাই সেই লেখাদের কথা,
সবাই বলে তুমি নেই,
মৃদু হেসে বলি, তুমি আছ,
সবার অন্তরালে, আমার অন্তরে।।