ওরে সংসারী কি পেলি তুই সংসারে,
দিবারাত্রি দেখি তোরে
ঘুরে বেড়াস সঙ সেজে,
কখনও তুই বলিস কথা মনের ক্ষবে
নিজের মনে,
কখনও তুই গাস গান মনের আনন্দে
বেসুরা কণ্ঠে,
একটু যশের আশাই বিবেককে
দিস বিকিয়ে মানবের পদতলে,
কি বা রাখি আশা তোর কাছে
তুই তো নিজেরই পারলি না হতে,
ওরে সংসারী কি পেলি তুই সংসারে,
দিবারাত্রি দেখি তোরে
ঘুরে বেড়াস সঙ সেজে।।