ও খুড়ো দেখলে কেমন শহর?
বলিস নেরে বাপু,
হাঁপ ধরে ছিলও
না পেয়ে নীল আকাশের ছাদ,
হচ্ছিল মনে পরবে বুঝি
স্তূপের বাড়ি ঘাড়ে,
রাত্রিতে ও সূর্যি থাকে
ঝলমলে দেয় রাস্তাটাকে,
তবে বাপু মানুষ গুলো যেনও কেমন কেমন,
নিজের মনে জোরে জোরে কথা বলে চলে,
সেলেট হাতে ঢোকে আবার আফিসে,
জিজ্ঞাসে দেয়না উত্তর
হয়ত পাইনা শুনতে কানে,
থাকে তাই যন্ত্র কানের ভেতরে,
সবার থেকে মজার হলও,
দোকানে ঝুলছে সাড়ি
পথে নাই নারী,
আর বলিস নে বাপু তোদের শহরের কথা।।