নাম না জানা অচিন পাখি-
অলিক সুখের ভাণ্ডার
ঝড়ের মধ্যে পড়ে একদিন হয়ে গেল সে ছারখার--.
প্রেমের ব্যথা বড়-ই-ব্যথা –
চেপে রাখো যদি অন্তঃরে-
প্রকাশ কর হে-দুর্বার
প্রকাশ কর সবের মাঝে,
পাখি শুধু নয় - সে ‘ঝড়ের পাখি’
এই বলেই তার পরিচয়,
ঝড়ের পাখি বলেই সে কি-
থাকবে না তার আশা-
থাকবে না তার ওড়ার তাগিদ –
রইবে না তার বাসা...।