এক জন মা দিনের শেষে
নিজের শিশুকে নেয়ে যায় বিছানার পাশে ,
না ঘুমোলে শিশু, মা গান শুনিয়ে ঘুম পাড়ায়,
ঘুমের মধ্যে শিশু স্বপ্ন দেখে ভাঙ্গা খেলনার-
খেলনারা স্বপ্নে তাকে ডাকে,
কিন্তু মা আছে তার বাহুটি ধরে,
ফিরে যেতে চায় সে বহু মিনতি করে-
তবুও মা ছাড়ে না তার, বাহুটি একবারেরও তরে—
প্রকৃতি তাকে ডাকে কত আকুতি করে,
তবুও সে যেতে পারেনা তার মা’এঁর কাছ ছেড়ে...
মায়ের আদেশ, বড় আদেশ-
ফেলতে পারেনা তাঁর ছেলে,
প্রকৃতি, খেলনা একসঙ্গে ডাকে তাকে—
তবুও সে যেতে পারে না তাঁর মাকে ছেড়ে,
মায়ের মন, সরল বড়-ই,
চাই না তাতে দুঃখ দিতে
দুঃখ দিলে মাকে—
তা বড় হয়ে সহ্য করতে হবে ছেলেকে,
স্রধা কর বলি সবারে, স্রধা কর ‘মা’ কে—
তাতেই খুশি 'তোমার', 'আমার' মন
ধন্য হবে সবার জীবন...।