আমি কোন কবি নই-
কবিতা লেখা আমার পেশা নই;
তবু যেন মনে হয় মাঝে মাঝে,
কিছু যেন লিখতে ইচ্ছা করে!
যখন-ই একা বসে থাকি-
কোনও এক নির্জন প্রান্তে বা অফিসে;
তখন-ই মাথা যেন ভার হয়ে আসে।
আর মনে হয়, কিছু যেন লিখি!
হরেক রকম কালির কলম-
জোগাড় করা আমার নেশা।
মাঝে মধ্যে কোনো কোনো সময় –
খাতা কলম নিয়ে বসে -
কি সব; যেনও লিখি!
কখনো দুই-চার লাইন-এর কাবিতা বা গল্প।
কখনো কখনো ছন্দ মেলানোর জন্য-
কাবিতা টা বেশ বড় হয়ে যাই, কিন্তু-
সেই—
আমি কবি নই।
কবিতা লেখা আমার পেশা নই!
তাই যে সব খাতা-কাগজ-এ লিখি
পরে আর তা খুঁজে পাই না।
তাই ভেবে নিয়েছি-
এই জীবনে আর যাই হইনা কেন
কবি, আমি কোন দিনও
হতে পারবো না!!