তারপরে বেঞ্জামিন,
অচেনা স্টেশনে কোনো চেনা চেনা ফেরিওয়ালা হাসিমুখে, জানালায় এগোবে খাবার। নেমে যাবো।
চেনা গাছ। চেনা চেনা গাছ পাবো অর্জুন অর্জুন।
দেহাতি বালিকাদল শানিয়েছে কোমরে কাটারি।খেত সব ফলবতী সোনালি সবুজ
আমরা পেরোরো
বেঞ্জামিন
গোধূলির আলপথে হলদে মলিন আলো
রূপবতী কুৎসিত গেঁয়ো বিবি সেও।
না না ওদিকে দেখোনা। আরো চলো ধানখেত ধানখেত। প্রধান সড়ক।
নেমে এসো
শের শাহ ডাকে। আমাদের যেতে হবে দূরে,
আরো দূর কত ইমামের চর।
নিষিক্ত পরীর রেণু ফুলের কপাল বেঞ্জামিন
এ শহরে কাঁটা হয়ে আছে।
হাঁটো পথ বেঞ্জামিন
তোমার আমার পথ
কামগন্ধি কাদাময়
পারিজাতবাগিচায়
নির্বিষ নির্বিষ।
বেঞ্জামিন দূরে নয় নন্দনকানন।