মেঘলা মন   মেঘলা চোখ
কাজলাআকাশে ঘুমের ঝোঁক
তবুও সে থাকে ক্লান্তিহীন, নিদ্রাহীন, রাত্রিদিন।


ঘুমের লেশ   নিরুদ্দেশ
রিংরিংফোনে রাতের শেষ,
তবুওযে হায়, স্বপ্ন পায়, কিবা উপায়, কেবা ঘুমায়!


কালিম্পং, কার্শিয়ং
পাহাড়ে বাদলে জলের রঙ,
এন.জে.পি. হয়ে পালায় মন, দুষ্টুমন, কি যে কারণ।


হ্যাভারস্যাক  ঢাউস-প্যাক
কান্নাহাসিতে ফুল্টু ক্র্যাক।
মেঘসিঁড়ি বেয়ে উপচে চল, ছলকে চল, জলকে চল।


মেঘলা মন   মেঘলা চোখ
বাদলাআকাশে খুশির রোখ
যতরূপকথা সত্যি হোক, সত্যি হোক, সত্যি হোক।