হারানো পথ, ও হারানো অলিগলি
হাসি-তামাশা, আদুরে গলাগলি
হারানো সুখ, হারানো মুখ যত
হারানো ব্যথা, হারানো যত ক্ষত
নিশুতি রাতে চিরুনি-অভিযানে
যেনবা কোনো মায়াবী-নিশিটানে
ব্যস্তহাতে ফেবুর খোঁপা খুলে
গিজগিজানি, গাঁজানো তার চুলে


আঁতিপাঁতিয়ে খতিয়ে খুঁজে চলি।


যেইনা ফেরা হারানো-খুশিপুরে
কুয়াশাঘন টানেলে ঘুরে ঘুরে,
খুকুবেলার খোঁজারু কানামাছি
শোনে সে কানে, দলেরা বলে,“আছি।”
বাড়ানো হাতে হারানো ছোঁয়া যদি
লেগেছে, যত দেখেছি আজ অবধি
ঝিকমিকিয়ে উঠেছে জ্বলে হাতে
তেলেশমানি চিরাগ সাথে সাথে।


আসে পরিকাহিনী যত বাহিনী, ঘিরে।


হারানো পথ, ও হারানো অলিগলি
হাসি-তামাশা, আদুরে গলাগলি।
হারাবে কেন? হারাতে দেবো কেন?
সারা সফরে দুচোখে ভরে চলি।