বেশ, তবে এসো তোমরাও। এসো ডুংরির চরে সব।
আমাদের দুই-দলে দেখা হবে শঙ্খিনীর রাতে; বড় আনন্দ-উৎসব।
হবে ভোজ, দেবতার আরাধনা, নাচগান। তালে-তালে বেজে যাবে জংলী মাদল।
মায়া, বড় মায়াময় তক্ষকের রাত; আহা বেঁচে থাক, নাগেরা বাঁচুক।
বলো মনসা মনসা, বলো ভবানী ভবানী;
শুভযাত্রা শুরু করো তোমরা সবাই।
তবে পিঙ্গল চোখের ঋজু শিকারী যুবক, তাকে আনা চাই।


নদীতটে ঝিকিমিকি জোনাকিরা আছে, শ্রবণা নক্ষত্র আদিনানি ;
আছে বনভূমে আলোবতী আলেয়া পরিরা। আলো পাবে।
সার-সার কৃষ্ণসার হরিণের চোখের আগুন, আরো জঙ্গলের পোষ্য বেটা-বেটি।
ভয় নেই। শবরেরা আছে। তারা সাথে রাখে টাঙ্গি ও মশাল।
এসো নিশানা নিশানা খুঁজে ঠিকানা ঠিকানা,
এধারের উৎসবে ওধারের তোমরা সবাই।
তবে, বাঁকানো মাদক-হাসি, শিকারী যুবক, তাকে আনা চাই।