ওই শোনো বিলাওল, কান পাতো
ঘুঘুয়ার জঙ্গলে তিনবার শেয়াল ডেকেছে ওই;
কু-ডাক, কু-ডাক খুব,
হুঁশিয়ার! নৌকো ফেরাও মাঝি।
দল নিয়ে আগে গেছে দিবাকর; ডাকো তাকে
দাও হাঁক, ‘দিবাকর হে-এ-এ-এ...’।  


মধুরা লক্ষীর রাতে জলচারী আমরা ক’জন
মোতিদহ দূরে নেই, চুনিলাল, বাঁধো বুক
‘পুণ্যতিথি, শুভ হবে’, শালুকের পীরের বচন।
দেখো, কোজাগরী জোছনায় টুঙ্গিনদী রুপো-রুপো
ঘাই মারে হুর-পরী, নাগিনী-মাছিনী।
লেড নয়, রিজু তোর চোখ জ্বাল, শিকারী বেড়াল।
বল, আজ রাতে মাছ, না শুশুক!


আজকে চিতার রাতে কালোছায়া আমরা শমন
শিকার খেলিয়া ঘুরি দরিয়া-দরিয়া ঘুরি দরিয়া-দরিয়া
টানটান ওত পাতি নিঃসাড়...
এহাত-ওহাত হবে কমলে-কামিনী,
চপলা লক্ষীর রাতে...