আমি এক চঞ্চল, উচ্ছল, যৌবনবতী নদী,
আমার সাথে মিতালী করতে চাও যদি?
- না হয় ভাসালে তোমার প্রাণের তরণী,
আমার তরল শরীরে।


আমি ইন্দ্রাণী...
অনুরাগের ছোঁয়ায় আমি অনুরাগিনী,
বিলাস সুখের মগ্নতায় আমি সুখ বিলাসিনী।
আমি চঞ্চল...
আলো ঝলমল পূর্ণিমা;
আমি নয় শান্ত, নীরব একাদশী
- ঊর্বশী,আমি ঊর্বশী।


আমার জন্য লক্ষ্য কবির কবিতা লেখার তিথি,
রাধা'ও কেঁদেছিল আমার তীরে;
- সে এক অমর স্মৃতি!
ভালোবেসে রাধা হল গরবিনী,
- কেউ বা হলো দোষী,
তরল ব্যাথা কোমল দেহে;
তবু বয়ে চলি নিরবধি!
আমি এক চঞ্চল যৌবনবতী নদী,
আমার সাথে মিতালী করতে চাও যদি?
- না হয় ভাসালে তোমার প্রাণের তরণী,
আমার তরল শরীরে।