যতই লিখেছি কবিতা, তোমার মনের কথা জানতে
ততই ক্রমশ হারিয়েছ তুমি, গোধূলি থেকে দিনান্তে
তাদের চিন্তায়, কিম্বা আবেগে, ছিল কি কিছু কম
লেখা শুধু নিজেরই কথা – এই মাত্র কি আমার ভ্রম


যৌবনের প্রেম, আশা আকাঙ্ক্ষা, এবং আত্মচিন্তা
অস্তিত্বের প্রতিবিম্ব যেন এক আশ্চর্য মায়া দর্পণে
আত্মজ সত্ত্বার অলীক প্রতিচ্ছবি কেন যে আত্মহন্তা  
নিজের মৃত্যুদণ্ড লেখে কলমে, অহংকারের কর্ষণে


জানাতে তোমাকে, লিখি চিঠিতে, আমার ফরিয়াদ
চাখাতে তোমাকে আমার অসাফল্যের তিক্ত স্বাদ
ভাবো তুমি বুঝি এসব আমার ভালবাসার আখ্যান
চিঠির ধারা আধো-আধো বুঝে, করো যে প্রত্যাখ্যান


তুমি যদি চাও, আমি না হই পাপী, না হই আত্মঘাতী
না চাও হতে মনোবিকলনে আমার শেষযাত্রার সাথী
না পড়ে পত্রাদি, শুধু রেখ তাদের বুকের মাঝে ধরে
নিষিক্ত করে, চুম্বনে ছুঁয়ে, তোমার কুমারী অধরে ||


-------------------------------------------
© ইন্দ্রনীর / ০৭ অক্টোবর ২০১৩