সময় এখনো উত্তপ্ত, ব্যতিব্যস্ত
কিন্তু জেনেছি সুসময় আসছে
নামছে তাপমান, ভোরে জমছে শিশির
অনুতাপে শ্রান্ত, ঘর্মক্লান্ত হাওয়া হচ্ছে
শীতল, সতেজ – নামান্তরে সমীরণ
সুসময় আসছে, জানাচ্ছে অনুক্ষণ


গাছেরাও নিশ্চয় কিছু জানে
ওরা এত ধীর, স্থির, নিস্তব্ধ হয়ে
লুকচ্ছে ওদের গুঁড়ির পিছনে
সাঁওতাল বালিকাদের গোড়ালি
ওদের চিবুকের খাঁজে আঁকা তিল
মুলতানি সাদা আর কাজল কালো
বনের সবুজ পরিবেশে উর্বরা
ওদের আবলুস দেহের স্থাপত্য
লাল-পাড় কোরা শাড়িতে বাঁধানো
ওদের বাহুতে গাঁথা উদোম কোমরের কবরী
নিঃসংকোচ, বেহায়া, বেলেল্লা, উদ্দাম যাত্রা
আঁকা-বাঁকা রেলগাড়ির  পঙক্তিতে
বনপথে সাবলীল সর্পিল


মৌন মুনি গাছেরা এই সব দেখে
কামনায় জর্জর, বাকলে ফাটল
পাতায় শিশির, নাকি ঘাম, আর
সারা গায়ে চিটচিটে রসালো আঠা
চাটছে শীতের প্রস্তুতিতে আগ্রহী
লোলুপ কাঠপিঁপড়ে, সাশ্রয়ী শ্রমিক


শুধু গায়ে নির্মল হাওয়ার
পেলব পরশের নির্লেপ
জানাচ্ছে একদিন শেষ হবে
এই দহন, এই বিকার
বালিকারা আসন্নপ্রসবা হয়ে চলে যাবে
হেমন্তের পাকা ধানক্ষেতের উষ্ণতায়
শীতল সমীরণে - প্রসবের প্রতীক্ষায়
তাই বনে বনে সময় এখনও উত্তপ্ত
সুপ্ত উত্তেজনায়, জেনেও আসছে সুসময়


আর আমি কী জেনেছি জানো ?


আসছে অবাধ্য স্মৃতির প্লাবন
দুকুল ছাপিয়ে, আমায় ভাসিয়ে নিয়ে যেতে
ভগ্নপোতে, সুদূর অতীতে, তোমার উপকুলে
তোমার হাতের পাতায় গাল রেখে
জীবনযাত্রা হতে কিছু বিশ্রাম নিতে


আসছি আমি নিয়ে তাত
তুমি থেকো, মৌ
হবে মৌতাত ||


-----------------------------
© ইন্দ্রনীর / ০৬ অক্টোবর ২০১৪