জনমেই তুমি হয়েছ নারী হে ধন্য,
ঈর্ষা করি না এতটুকু তার জন্য।
আমার ঈর্ষা জ্বালেনি গন্ধধূপ-
তোমার অমন হৃদয় কাঁপানো রূপ!
তোমার দৃঢ় সুকুমার মনুষ্যত্ব
ঈর্ষাতে মোর অর্জেনি আধিপত্য।
কিন্তু যখন কন্ঠে জাগাও সুর,
ঈর্ষা ছাপায় সপ্ত সমুদ্দুর।
সুর ও কাব্যে বরাবর আমার নতি,
ঈর্ষা সকল নারী ও সুরের প্রতি!