কার লাগিয়া সাজো অমন,
কার লাগিয়া সাজো;
কার লাগিয়া ঝংকারিয়া
ঘুঙুর হয়ে বাজো!


কার লাগিয়া সোনার বরণ
রৌদ্র করো নীল,
কোন সারসের তরল চোখে
খোঁজো দেখার মিল!


কার লাগিয়া প্রবাল তলে
জাগাও হিমালয়,
কার ভাবনে শিহরণে
উথালপাথাল বয়!


কার লাগিয়া মাতন তোলো,
কাঁপাও ছেঁড়াদ্বীপ;
মুক্তা জড়াও কন্ঠহারে,
কপালে নীল টিপ!


কার লাগিয়া সাজো অমন,
কার লাগিয়া মেয়ে;
শোভায় বিলীন নিখোঁজ থাকি
তোমার পানে চেয়ে!