সাধুরা সাধুই হন, মানুষও মানুষ হন;
সাধুরা মানুষ নন, মানুষও সাধু নন।


সফল যে মানুষজন- কখন সাধনাক্ষণ?
সফলে বিফলজন করে বিরাগসাধন।


(মানুষ হবার নেশা জাগায় সাধনতৃষা!)


মানুষ সাধু তো নয়, সাধুরা মানুষ নয়;
সাধন সিদ্ধ হলে সাধুরা মানুষ হয়!