আবহাওয়া তোমায় নিয়ে কি আর বলি,
সকাল-সন্ধ্যা তোমাকে অনুসরন করেই চলি।।

কখনো তোমার তপ্ত রোদে করতে হয় হাঁসফাঁস,
কখনো আবার তোমার বর্ষনে থাকে না আনন্দের  অবকাশ।।


তবুও আমার হৃদয়ে তোমারই ঠিকানা,
তাইতো শরৎকালে সুমধুর ফুলে সুবাসিত হয়ে ওঠে বাড়ির আঙিনা।
কখনো মৃদুমন্দ বাতাসে ভরে ওঠে মন,
তাইতো বসন্ত এলে চারিদিকে শোনা যায় বিহগের  কূজন।।