কেউ চড়ে দামী গাড়ি
কেউ চড়ে রিক্সায়
কেউ চলে ভিড় বাসে
গাদাগাদি জান যায়।


কেউ থাকে ফ্ল্যাট বাড়ি
লিফ্ট-এসি, স্বস্তি
দিন শেষে কেউ ফিরে
গিজগিজ  বস্তি।


লাখ টাকা প্রতিদিন
কেউ করে রোজগার
সারাদিন ঘানি টেনে
কেউ করে হাহাকার।


কেউ থাকে দামী খাটে
কেউ বসে গদিতে
কাঙ্গালের রাত কাটে
খালি-মাটি মেঝেতে।


কেউ ডাকে স্পেশালিস্ট
কেউ যায় বিলাতে
রোগে শোকে মারা যায়
কত শত হাভাতে।


কেউ খায় ফাইব স্টারে
কেউ খায় রাস্তায়
কেউ খায় ফাস্ট ফুড
কেউ শুধু পস্তায়।