মধ্য হাওরের বুনো অনুপ
ডাঙ্গা র শেষ ঘেঁষে হোগলা বাগান
শাপলা শালুক আর ডোল কমলি তে ঘেরা  
মৎস্য বনচর
একটা বিল নাম তার হিরালকোনা


হেমন্তের শুরুতে ই
অথৈ জলের ভেতর থেকে জেগে উঠে
শেওলা র লোমশ পড়া হাজারো জল পদ্ম
পাড়ের উঁচু আলে গজায়
সবুজের তুলতুলে কেশ
মাছের বসত ভিটায় শুরু হয়
মানব শাবকের আনাগোনা
উপদ্রুত মাছের ঝাঁক ছুটতে থাকে
বিলের কোনায় কানায়
শীতের মাঝামাঝি তে লাগোয়া উর্বর জমিতে
সেচের কাজ হাতে নেয় কিষাণেরা
শস্যক্ষেত্র বাঁচাতে চুষে নেয়
জলের ভাণ্ডার
প্রকৃতির জৈব তাড়নায়
বিলের স্বল্প জলে ডিম পাড়ে মা মাছ।


হাজারো পোনাদের মাঝে বেড়ে উঠে
হাতে গুনা অল্পবিস্তর শোল গজার আর
মিনি জাতের বংশধর।


বর্ষার শুরুতে ভাসান পানিতে
আবারো ডুবে যায় বিল
আনন্দ উল্লাসে নেচে উঠে
যুদ্ধ করে বেঁচে থাকা মৎস্য কূল
বেহায়া র মতো ফের
হোগলা বাগানে ঘর বাঁধার স্বপ্ন দেখে
খুঁজে ফিরে হারানো সাথী কে।